গরীবদের উপহাস ও করুণা করা যাবে যে কারণে

গরীবদের উপহাস করা যাবে না ধনীদের যাবে এমন বর্ণবাদী অনুশীলনের মধ্যে এই দেশের আপামর সমাজতন্ত্রী চেতনার মধ্যবিত্তরা আছেন।

আমি এই সূত্রে আস্থা রাখি না।

সবাইকেই উপহাস করা যাবে, করুণাও করা যাবে।

না করা গেলে মানুষ হিসাবে তাদেরকে ঊন জ্ঞান করা হয়। তাতে শেষ পর্যন্ত নিজেকেই ঠকানো হয়।

২.
একটা সমাজ যেই যেই কালীন বিশ্বাস, চলাচল ও বইপত্র দিয়া চালিত হয় তার বদল ঘটে কারণ মানুষের চিন্তা বড় হয়। তাতে আমার বড় চিন্তাকে যদি আপনার চলতি চিন্তা ধরতে না পারে তাতে গালি দিলেন, এভয়েড করলেন, কিন্তু বদলি সূত্রের বা চিন্তার কাটাকুটি তাতে হইল না।

এখানে দেখা যায়, নারীবাদীরা যেই একটা রক্ষাকবচ নিয়া ফাইট দেন সেই ফাইটে গরীবও আছে। ধনীদের অবস্থা ভালো।

তবে ধনীদের চুরি-চোট্টামির গল্প ভিন্ন। তা দিয়া তাদের অধিকার নষ্ট হয় না।

সেন্ট্রাল রোড, ঢাকা ২০/৮/২০১৫

Leave a Reply