ধইঞ্চার জন্ম

কোনো একটা এলাকার যে সমস্ত নারী-পুরুষ বাসে চড়েন আমি তাদের নাম দিলাম বাসযাত্রী। তা কি ঠিক হবে, এই রকম নামকরণ? তারা তো রিকশাও চড়েন। হাঁটেনও।

বই পড়া লোকদেরকে লেখকের গোষ্ঠী নাম দিছে পাঠক। ওইটা তাদের এবং প্রকাশকদের তরফের একটা ব্যবসায়িক ট্যাগ। কিন্তু দেখেন অধিকাংশ বাসযাত্রীই এই ট্যাগ মাইনা নিতে প্রস্তুত!

হোয়াই! হায়!

বই পড়তে আপনার পাঠক হওয়া লাগবে না।

আমি দেখতে পারি একজন ডাক্তার বই পড়তেছে। উকিল বই পড়তেছে। ছাত্রী বই পড়তেছে। নিজের নিজের পরিচয় সহই তারা, পাঠক বা পাঠিকা না হইয়াই তারা, বই পড়তে পারতেছে।

লেখকদের উচ্চ অবস্থানরে জারি রাখার জন্যেই পাঠক নামক ধইঞ্চার জন্ম দেওয়া হইছে।

রিজেক্ট করেন আপনার পাঠক হওয়ারে। লেখকদের বোঝনের জন্যে, পড়নের জন্যে আপনার পাঠক হওয়ার আদৌ দরকার নাই।

৫/২/২০১৬

Leave a Reply