নিজের জায়গা ছাইড়া আজম খান

aiyub b
আইয়ুব বাচ্চুর সঙ্গে আজম খান।

আজম খানের ঢাকা বা ছোটলোক-মধ্যবিত্তের ঢাকা এখন বাংলাদেশ হইয়া উঠতেছে কি? বরং আজম খানের সেই আমলের ঐ ছোটলোকের বাকস্ফূর্তিরে বাংলাদেশ বলা যাইত হয়তো একটা সময় পর্যন্ত।

এখন ঢাকা থিকা সম্প্রচারিত কর্পোরেট মফস্বলই বরং বাংলাদেশ গইড়া তুলতেছে (তার আগে অন্যেরা গড়ছে)। একদিকে সেল ফোন কালচার। আরেকদিকে টিভি চ্যানেল।

টিভির প্রোগ্রামকর্তা, রেডিওর আরজে আর নাট্যকাররা মিল্লা মফস্বলী চাহিদারে পরিপাটি কইরা ‘দিস ইজ ঢাকা’ আর একটু কেলাস কইরা নাটকের ‘গ্রাম’ তৈরি করছেন।

এই ধারায় আজম খান ঢোকেন নাই। ছালেকা মালেকা বা আলাল দুলালরে বহু আগেই ছাইড়া দিছিলেন তিনি।

বরং আইয়ুব বাচ্চু বা লিরিকে গুরুত্ব দেয় না এমন গায়কদের নতুন গানের লগে গলা মিলাইতে গিয়া নিজের জায়গা ছাইড়া সেমি সেবামূলক গান কইরা গেছেন খান।

তিনি ছোটলোকের উপাচার বাদ দিয়া তাদেরকে দেখভালের গান করা শুরু করছিলেন।

কোনো কোনো গান শুনলে মনে হয়, এনজিও বেশ পপ গান গাহিতেছে তো!

৮.৬.২০১১

 

Leave a Reply