বিবেক কী হয়? বিবেক হয় একটি যাত্রার বিবেক!

অবিচারের একটি মাত্রার নাম বিবেক।

ক্ষমতাবান বা বতী কতটুকু অবিচার করতে পারবেন তার মাত্রা, পরিমাণ ও সংখ্যা ঠিক করে বিবেক। দলিতের, নির্যাতিতের, অত্যাচারিতের সহ্যক্ষমতা বাড়ায় এটি। সহানুভূতির ছদ্মে ক্ষমতাচক্রের দয়াবতী উপপত্নীর ভূমিকায় দেখা যায় বিবেককে। বিবেক যেন ক্ষমতাচক্র নিজেই—করুণা, দয়া ও অভিভাবকত্ব মিশ্রিত দ্রাবক। সান্ত্বনায় সন্তুষ্ট করাই তার গুণ।

অত্যাচারিতের প্রতি কৃত অত্যাচারকে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক চিকিৎসা বা ট্রমা সারাইয়ের কাজ করেন ইনি, তবে তার মধ্য দিয়ে প্রতিবিধান বা বিদ্রোহের বীজ নষ্টও করেন।

বিবেক ইজ দি অপিয়াম অফ দি অপ্রেসড। এটি গান গায়!

১০/১/২০১৪

Leave a Reply