‘সাধারণ মানুষ’ কোনো মানুষ না

‘সাধারণ মানুষ’ কোনো মানুষ না, এইটা প্রাচীন কালের রাজা, বাদশা ও সম্রাটদের প্রেতাত্মা।

তাই সাধারণ মানুষের কথা শুনলেই ফাল দিয়া উইঠেন না।

আমাদের বুদ্ধিজীবীদের কাজ হবে ‘সাধারণ মানুষ’-এর অচেতন ইচ্ছার হাত থেকে মানুষকে উদ্ধার করা।

মানুষ ‘সাধারণ মানুষ’-এর গৌরবের কাছে আত্মপরিচয় বন্দক দিয়া আছে। তাই ‘সাধারণ মানুষ’ থিকা মানুষরে বাইর কইরা আনা সহজ কাজ না।

রাজা, বাদশা ও সম্রাটদের কাছ থিকা মুক্তি পাইছে মানুষ। তার সর্বশেষ মুক্তি পাইতে হবে ‘সাধারণ মানুষ’-এর কাছ থিকা।

মানুষরে দেখাইতে হবে কোথায় ‘সাধারণ মানুষ’ মানুষের ইচ্ছা, শক্তি ও ক্ষমতা নিয়ন্ত্রণ করতে থাকে। কীভাবে তা করে।

মানুষের জয় হোক!

২৩/৪/২০১৬

Leave a Reply