হোয়াট ইজ মানববন্ধন!

লিগ্যাল রাস্তা বাদ দিয়া নৈতিক মাস্তানির মাধ্যমে ভালো লোকদের কার্যসিদ্ধির নামই কি নয় মানববন্ধন?

যেইখানে মিছিলে গভমেন্টের কিছু যায় আসে না সেইখানে মানববন্ধন এত কার্যকর কেন?

কারণ মানববন্ধনকারীরা অধিকাংশ সময়ই সরকারের বিপক্ষের কিছু নন। তারা সরকারের বিরুদ্ধে কিছু করতে চান না। মিছিল করলে দেশে আনরেস্ট হয়। সরকারের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের বা বিজ্ঞাপনী ফার্মের হোমরারা খামোশ হন। তাই ওয়ান ডের শান্তিপূর্ণ মানববন্ধন!

দেখবেন মানববন্ধন একান্তই মধ্যবিত্ত (বুর্জোয়া?) জিনিস। সচরাচর শিক্ষিতরাই করে। মুখটা অবশ্যই বন্ধ থাকে হাতটা ধরার টাইমে। সমাজে যাদের দাপট বা যোগাযোগ আছে তারা মানববন্ধনের মধ্য দিয়া আইনী পন্থারে এড়াইয়া সরকারের মানববন্ধনপন্থী প্রয়োগ চায়।

হাতগুলার দাবিও আদতে দাবি না, পরামর্শ। এদের সম্মিলিত মনে করা থাকে। সে মনে করারে এরা সরকার বা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকরকারীদের কাছে পৌঁছাইয়া দিতে চায় এই মানববন্ধনের মধ্য দিয়া। সরকার তখন হস্তসমূহের প্রস্তাবিত নির্দেশনা অনুসারে শান্তিপূর্ণ ভাবে একটিভিস্ট মধ্যবিত্তের মর‌্যাল চাহিদা অনুসরণ করে।

মূলত মানববন্ধন সাবঅল্টার্ন পরিচিতির মিছিল, পিকেটিং, ভাঙচুর ইত্যাদির বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এক অভিজাত স্পর্শজনিত দৈনিক গণমিলনের নাম।

২৭/২/২০১১

 

Leave a Reply