আমরা কি ভারতের উপনিবেশ নাকি যে তাদের পণ্য বর্জন করব!

ভারতীয় পণ্য বর্জনের মধ্যে ভারত আমগো মালিক বা আমরা ভারতের উপনিবেশ এমন চিন্তার অভিমানী নূপুর বাজে। মানে যারা ভারতীয় পণ্য বর্জন করতে চান তারা ভারতের ভারতামির বিরুদ্ধে যে কিছুই করতে পারবেন না সে স্বীকৃতিটুকু নিবিড় ভাবে ব্যক্ত করতেছেন এর মধ্য দিয়া। তাদের এই বর্জন এমন ভণিতা অর্জন করে যে ভারতের পণ্য অবশ্যই আমরা ব্যবহার করব যদি তারা আমাদের আর অত্যাচার নির্যাতন হত্যালীলা না করে। এই পণ্য বর্জন পণ্য ব্যবহারের শর্তাবলীর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। যে, আমরা ভারতের ডিম গরু ইত্যাদি না খাইলে তখন ভারতে জিনিসের দাম বাইড়া যাবে বিধায় ভারত তার সীমান্তে আমাদের আর মারবে না। এমন আকাঙ্ক্ষা বা দাবির ভিত্তি অবশ্যই আছে। এমন আন্দোলনরে শান্তিপূর্ণ গান্ধীবাদীও বলা যাইতে পারে। কিন্তু এই বর্জনে খোলাখুলিই ঘোষণা আছে বশ্যতার।

অভিমান ছাড়া আর কী বা সম্প্রচারিত এই বর্জন-ঘোষণার মধ্যে। তো ভারত মারে তাই নাইলে ভারতীয় পণ্য আমরা বর্জন করলাম–কিন্তু দেশে যারা মরতে আছে তাদের জন্য কী বর্জন করবেন আপনারা–মানে আমরাই? কুম্ভীরাশ্রু?

 

২৩/১/২০১২

 

free counters
Free counters

1 Comment

Add Yours →

Leave a Reply